এ্যালভি ট্যাবলেট কিসের ঔষধ এবং খাওয়ার নিয়ম- এ্যালভেরিন সাইট্রেট বিপি ওরিয়ন ফার্ম্মার এই ঔষধের ব্র্যান্ড নাম alve 30/60mg। ঔষধ সম্পর্কে জানার জন্যই আজকের লেখা, ঔষধ গ্রহন করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন।
Alve 30mg/60mg Tablet কিভাবে কাজ করে
এ্যালভেরিন সাইট্রেট মসৃণ পেশীকে শিথিল করে। মসৃণ পেশী এক ধরণের পেশী যা ঐচ্ছিক নিয়ন্ত্রণের বাইরে; এ ধরণের পেশী পাওয়া যায় অন্ত্র এবং জরায়ুতে। এ্যালভেরিন সাইট্রেট অন্ত্রের পেশীতে সরাসরি কাজ করার মাধ্যমে এটিকে শিথিল করে। এটি ইরিটেবল বাওয়েল সিনড্রোম এবং ডাইভারটিকুলার রোগের কারণে অন্ত্রের মধ্যে ঘটে থাকা পেশী খিঁচুনিকেও প্রতিরোধ করে।
এ্যালভেরিন সাইট্রেট জরায়ুর মসৃণ পেশীকেও শিথিল করে। একারণে এটি ঋতুস্রাব জনিত ব্যথার চিকিৎসাতেও ব্যবহার করা হয়, যা জরায়ুর পেশী খিঁচুনির কারণে হয়ে থাকে (ডিসমেনোরিয়া) ।
এলভি ট্যাবলেট কি কাজ করে
- ইরিটেবল বাওয়েল সিনড্রোম (IBS)
- ক্রনিক ডায়রিয়া বা ক্রনিক ডিসেন্ট্রি অথবা এসব রোগের জন্য সৃষ্ট পেট ব্যথা
- অন্ত্রের মধ্যে ছোট ছোট থলির (ডাইভারটিকুলার রোগ) কারণে অন্ত্রের আন্দোলনের ব্যাঘাত
- ঋতুস্রাব জনিত পেঁটের ব্যথা (প্রাথমিক ডিসমেনোরিয়া)
- অনৈচ্ছিক পেশীর খিঁচুনি সম্পর্কীয় বিভিন্ন অবস্থা থেকেও মুক্তি দেয়
এ্যালভি ট্যাবলেট খাওয়ার নিয়ম
আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রম, ডাইভারটিকুলার, মাসিকজনিত ব্যথায়, পেশীর খিচুনীতে প্রাপ্ত বয়ঙ্কদের সাধারন নিয়ম: ১-২ টি করে ট্যাবলেট দিনে ৩ বার। শিশুদের জন্য এখন পর্যন্ত নির্দেশিত হয়নি।
Alve 30mg/60mg Tablet এর প্রতিনির্দেশনা
বাতব্যাধিগ্রস্থ অথবা যেকোনো উপাদানের প্রতি অত্যধিক সংবেদনশীল হলে alve 30mg/60mg ট্যাবলেট প্রতিনির্দেশিত।
এ্যালভি ট্যাবলেট সেবনে সাবধানতা এবং সতর্কতা
আন্ত্রিক প্রতিবন্ধকতা অথবা বাতব্যাধিগ্রস্থ রোগীদের এ্যালভেরিন সাইট্রেট পরিহার করা উচিত।
এ্যালভি ট্যাবলেট এর পার্শ্ব প্রতিক্রিয়া
সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বমি বমি ভাব, মাথা ব্যথা, মাথা ঘোরা, চুলকানি, ফুসকুড়ি এবং এ্যালার্জি হতে পারে।
গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এলভি ট্যাবলেট এর ব্যবহার
যদিও এখন পর্যন্ত টেরাটোজেনিক প্রভাবের কোন প্রতিবেদন পাওয়া যায়নি, নিরাপত্তাজনিত ও সীমিত প্রি-ক্লিনিক্যাল গবেষণা থাকার কারণে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার নির্দেশিত নয়।
অন্য ঔষধের সাথে এ্যালভি ট্যাবলেট এর আন্তঃক্রিয়া
এখন পর্যন্ত এই ঔষধের সাথে অন্যান্য ঔষধের আন্তঃক্রিয়ার কোন প্রতিবেদন পাওয়া যায়নি।
এ্যালভি ট্যাবলেট মাত্রাতিরিক্ত ব্যবহার
নিম্ন রক্তচাপ এবং অ্যাট্রোপিন এর মতন বিষক্রিয়া করতে পারে। মাত্রাতিরিক্ত ব্যবহারের ব্যবস্থাপনা অ্যাট্রোপিন বিষক্রিয়ার ব্যবস্থাপনার মত; সাথে নিম্ন রক্তচাপের সহায়ক চিকিৎসাও নিতে হবে।
এ্যালভি ট্যাবলেট কিসের ঔষধ এবং খাওয়ার নিয়ম কি তা আশাকরি জানতে পেরেছেন। তবে কোন অবস্থাতেই ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ সেবন করবেননা।
আরো পড়ুন- মিথোট্রেক্স কিসের ঔষধ ও খাওয়ার নিয়ম