নিউরো বি ট্যাবলেট এর উপকারিতা ও খাওয়ার নিয়ম

Abu Saleh Md Alamgir

Updated on:

নিউরো ভিটামিন ট্যাবলেট

ভিটামিন বি১ , বি৬, এবং বি১২ এর কম্বিনেশন হলো- নিউরো বি, নিওবিয়ন, বুস্ট, বি১২৬ যা হলো- এই জাতীয় ঔষধ। যা একেক কোম্পানি একেকটা নাম দিয়ে থাকে। আজকে জেনে নিবো এসব ঔষধের কাজ ও খাওয়ার নিয়ম।

নিউরো বি Neuro-B এর কাজ কি

নিউরো বি জাতীয় এই সব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপাকে কো-এনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নিউরো বি বা এই জাতীয় ট্যাবলেট স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে।

এসকল ভিটামিনগুলো বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমেও নার্ভ-ফাইবার ও মাইলিন-সিথ পুনর্গঠন করে। এর পাশাপাশি এসব ভিটামিন শরীর পুনর্গঠনে ও ব্যথা নিরাময়ে ভূমিকা পালন করে ।

নিউরো বি এর উপকারিতা কি

৩টি ভিটামিনের কম্বাইন্ড Neuro-B ট্যাবলেটটি বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যথা যেমন- সায়াটিকা বাত, ল্যাম্বাগো, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ফেসিয়াল প্যারালাইসিস, অপটিক নিউরাইটিস ইত্যাদি, নিউরোপ্যাথী ব্যথা এবং হৃদরোগের সমস্যায় কার্যকর। এছাড়াও ভিটামিন বি ১ ৬ ১২ এর অভাবজনিত রোগে নির্দেশ করা হয়।

নিওবিয়ন বা নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম কি

নিউরো বি ট্যাবলেট (Neuro-B) রোগের তীব্রতা দেখে বিশেষজ্ঞ ডাক্তারগন নিয়ম লিখে দিবেন। তবে আমাদের দেশে সাধারণত সবাই ১ টি করে ২ বার লিখে দেন। কারন, নিউরো বি জাতীয় ঔষধে রোগীর গ্যাসট্রিক বাড়িয়ে দিতে পারে, তাই মাত্রা কমিয়ে ব্যবহারের নির্দেশ দেয়া হয়। তবে, ১-২ টি করে ২-৩ বারও খাওয়া যায়।
ইঞ্জেকশন প্রতি সপ্তাহে ২-৩ এ্যাম্পুল বা প্রয়োজন অনুসারে প্রতিদিন ১ এ্যাম্পুল দেয়ার নির্দেশনা আছে।

নিউরো বি এর বিপরীত নির্দেশনা:

লিভোডোপা গ্রহণ করছে এমন রোগীদের ক্ষেত্রে নিউরো বি নির্দেশিত নয়। এসকল রোগীদের অবশ্যই কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য বিকল্প উপায়ে চিকিৎসা করাতে হতে পারে।

নিওবিয়ন এর পার্শ্ব প্রতিক্রিয়া :

অতিসংবেদনশীল বিক্রিয়া খুব কম রোগীর ক্ষেত্রে হতে পারে এবং সংবেদনশীলতার উপদ্রব দেখা দেয়।
সতর্কতাঃ নিউরো বি থায়ামিন ও কোবাল্ট অথবা এই প্রস্তুতির অন্য কোন উপাদানের প্রতি সংবেদনশীল এই জাতীয় ঔষধ এড়িয়ে চলা উচিত। স্পাইনাল কর্ডের সাবঅ্যাকিউট ডিজেনারেশনের উপসর্গের সম্ভাবনা থাকার কারণে রোগ নির্ণয় ব্যতীত সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত না।

গর্ভাবস্থায় নিউরো বি এর ব্যবহার

নিউরো বি জাতীয় ঔষধ গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ। তবুও ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন বি-১ বি-৬ বি-১২ সেবন করার ব্যাপারে আমরা কোন পরামর্শ দিতে পারিনা।

https://capsytab.com/erectal-disfungtion/

মাতৃদুগ্ধদানকালে নিউরো বি এর ব্যবহার

থায়ামিন (ভিটামিন বি ১) বুকের দুধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। কিন্তু মাতৃদুগ্ধদানকালে সতর্কতার সাথে গ্রহণ করা উচিত বলে ডাক্তাররা মনে করেন। দুগ্ধদানকালীন মায়েদের ক্ষেত্রে ভিটামিন বি৬ ও বি১২ ব্যবহারে কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিশুদের ক্ষেত্রে নিউরো বি এর ব্যবহার :

নিওবিয়ন শিশুদের দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই ডাক্তারের মাধ্যমে হতে হবে। কখনই কোন ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতিত সেবন করা বা করানো উচিত হবেনা।

https://capsytab.com/sohobasher-oushod/

নিউরো বি এর ড্রাগ ইন্টারাক্শন

পাইরিডক্সিন (ভিটামিন বি-৬) লিভোডোপার কার্যকারিতা কমিয়ে দেয় কিন্তু ডোপা ডিকার্বক্সিলেজ ইনহিবিটর এর সাথে দেয়া হলে লিভোডোপার কার্যকারিতায় ব্যাঘাত ঘটে না। নিওমাইসিন, ক্লোরামফেনিকল, এমাইনোস্যালিসাইলিক এসিড এবং হিস্টামিন এইচ-২ রিসেপ্টর এন্টাগনিষ্ট ভিটামিন বি-১২ এর শোষণ কমিয়ে দিতে পারে।

কয়েকটি নিউরো ভিটামিন ট্যাবলেট এর নাম

বিভিন্ন কোম্পানির নিউরো ভিটামিন ট্যাবলেট এর নাম- নিউরোবেষ্ট, B126, সলবিয়ন, বোষ্ট, নিউরালজিন, নিউবিয়ন ইত্যাদি।

আরও পড়ুন – বিভিন্ন ঔষধের নাম ও কাজ কি খাওয়ার নিয়মসহ বিস্তারিত

22 thoughts on “নিউরো বি ট্যাবলেট এর উপকারিতা ও খাওয়ার নিয়ম”

  1. আমি একটা না দুই বছরের মত এই Neuro B ট্যাবলেটটা ব্যবহার করেছি
    এতে কি আমার কোন শারীরিক কোন সমস্যা হতে পারে

    Reply
    • ডাক্তারের পরামর্শ থাকলে কোন সমস্যা নয়, এমন অনেক রোগী আছেন, যারা কয়েক বছর ধরে Neuro-B জাতীয় ঔষধ সেবন করে আস্তেছেন। ধন্যবাদ

      Reply
  2. আমি Neurocare ঔষধটা খাই দশ বছর ধরে, খুব ভালো মানের ঔষধ।।।

    Reply
  3. আমি অনেক আগে একটি ফাইল খেয়েছিলাম অনেক ভালো ঔষধ তাই বর্তমানে আবারো একটা খাচ্ছি।

    Reply
  4. আমার বাম পায়ে রগ এ সমস্যা যার ফলে বসতে পারি না ও বাম দিকে কাত হয়ে শুতে পারি না… আমার জন্য কি Neuro-B খাওয়া যাবে…??

    Reply
  5. আমার পায়ের হাটুতে ব্যাথা,,মাজায় ব্যাথা আর শিরায় ব্যথা এবং পা কামড়ায় এটা খেলে কোন উপকার হবে কি?

    Reply
  6. আমার কানে ভো ভো শব্দ করে, আমার কি নিউরো-বি খাওয়া উচিত??

    Reply
      • আমার হাতের রগ ফোলে যায় এবং হাতের তালু এবং পায়ের তালু জ্বালাপোড়া করে।
        আমি কি নিউরো বি খেতে পারবো????

        Reply
        • নিউরো বি খাওয়া যাবে। তবে তার আগে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।

          Reply
  7. আমার ব্রেন সমস্যা কোনো আওয়াজ বেশিক্ষণ শুনতে পারিনা,কেনো কিসুতে আনন্দ লাগেনা,কোথাও বেরোলে সব কিছু এলোমেলো লাগে,পরিচিত জায়গা গুলো অপরিচিত মনে হয়,মনে হয় এক্ষণই মারা যাবো,কোনো আনন্দ লাগেনা ,আনন্দ করতে ইচ্ছে করে but মাথার মধ্যে কি যেনো আযহাব আযাব লাগে ,এ ক্ষেত্রে কি ঔষধ খাওয়া যাবে একটা দয়া করে রিপ্লাই দিয়েন ,আর নিউরো বি কি খাওয়া যাবে স্যার প্লিজ জানাবেন

    Reply
    • এটা সাইকোলজি প্রবলেম হতে পারে। একজন মানসিক বিশেষজ্ঞ দেখাতে পারেন। কয়েকটা ঔষধ এর প্রয়োজন হতে পারে।

      Reply
  8. আমি বেশ কিছুদিন যাবত নিউরো বি খাইতেছি।আমার জানামতে নিউরো বি ট্যাবলেট হলুদ রঙ্গের হয় ।হঠাৎ করে আজকে নতুন একটা ফাইল নিয়ে আসলাম দেখি ওষুধের কালার চেঞ্জ আসলে নিউরু বি কোম্পানি কালার চেঞ্জ করছে ট্যাবলেটের ? দয়া করে জানাবেন?

    Reply
    • এ বিষয়ে আমাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই। সন্দেহ থাকলে Boost খেতে পারেন।

      Reply
      • আমার রাতে ঘুম ভেঙে যায় হাত-পা অনেক চাবায় এবং বাম কাঁধের এখানে অনেক ব্যথা আগে আঘাত পেয়েছিলাম তাই প্রায় মাঝে মাঝে অনেক ব্যথা এবং পা হাত পা ঝিমঝিম করে করে আমি এই ওষুধটা খেতে পারবো….. খেতে পারলে নিয়ামটা বলে দিবেন…..

        Reply
        • জ্বী খেতে পারেন, প্রতিদিন সকালে ও রাতে ১ টি করে খাবেন। neuro b অথবা এই জাতীয় যেকোন ভাল কোম্পানির সেইম ঔষধ খাওয়া যাবে।

          Reply

Leave a Comment