ফেক্সোফেনাডিন কিসের ঔষধ, ফেক্সো ফেনাডিন হলো, এন্টি হিস্টামিন জাতীয় ট্যাবলেট বা সিরাপ জাতীয় ঔষধ। যা ৬০ থেকে ১৮০ মিগ্রা পর্যন্ত হয়ে থাকে। এই ঔষধ সর্দি-কাশির ঔষধ হিসাবে পরিচিত।
ফেক্সোফেনাডিন কি কাজ করে
ফেক্সো ফেনাডিন হাইড্রোক্লোরাইড সুনির্দিষ্টভাবে পেরিফেরাল এইচ-১ রিসেক্টরের কার্যকারীতা রোধকারী একটি এন্টি হিস্টামিন। মুখে খাওয়ার পর দ্রুত পরিশোষিত হয়, এবং ২ থেকে ৩ ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্বে পৌছায়। দৃশ্যত এটি ব্লাড,ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করেনা।
ফেক্সোফেনাডিন-১২০ এর কাজ কি
ফেক্সোফেনাডিন বাচ্চা ও প্রাপ্ত বয়স্কদের সিজনাল এ্যালার্জিক রাইনাইটিস নিরাময়ে ব্যবহৃত হয়। ফেনাডিন ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়া এর ত্বকীয় ও জটিল সমস্যায় নির্দিশিত। যার থেরাপেডিক ক্লাস- নন সিতলডেটিং এন্টি হিস্টামিন।
ফেক্সো-১২০ খাওয়ার নিয়ম
প্রাপ্ত বয়স্ক অর্থাৎ ১২ বছরের উর্দ্ধে রোগীদের ক্ষেত্রে, ফেক্সো ফেনাডিন – ১২০ থেকে ১৮০ মিগ্রা দৈনিক ১ বার।
২ থেকে ১১ বছর প্রত্যেক রোগীর ক্ষেত্রে, ৩০ মিগ্রা অথবা ১ চামচ করে ২ বার।
৬ মাস থেকে ২ বছরের কম হলে ১৫ মিগ্রা অথবা আধা চামচ করে ২ বার।
অন্যান্য ঔষধের সাথে ফেনাডিনের মিথষ্ক্রিয়া
এরিথ্রোমাইসিন বা কেটোকোনাজলের সাথে একত্রে সেবনে ফেক্সোফেনাডিন এর প্লাজমা ঘনত্ব বেড়ে যায়। এলমুনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড আছে এমন এন্টাসিডের সাথে সেবনে ফেক্সো ফেনাডিনের পরিশোষন কমে যেতে পারে।
ফেক্সোফেনাডিন এর পার্শ্বপ্রতিক্রিয়া কি
ফেক্সোফেনাডিনের পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা, ঘুমঘুমভাব, বমি বমি ভাব, ক্লান্তিবোধ, মুখ শুকিয়ে যাওয়া ও পরিপাক তন্ত্রীয় সাময়িক সমস্যা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিন খাওয়া যাবে কিনা
গর্ভাবস্থায় ফেক্সোফেনাডিন সম্পর্কে ইউএস-এফডিএ অনুযায়ী প্রেগ্ন্যাসি ক্যাটাগরী সি তে রেখেছে। সুতারাং রোগীর সুবিধা ঝুকির চেয়ে বেশী না হলে, ফেক্সোফেনাডিন সেবন থেকে বিরত থাকা উচিত।
ফেক্সো ফেনাডিন সেবনে সতর্কতা
বয়স্ক রোগী এবং কিডনীর কার্যকারীতা কম এমন রোগীদের ক্ষেত্রে ফেক্সো ফেনাডিন ব্যবহারে সতর্ক থাকতে হবে।
ফেক্সোফেনাডিন এর কয়েকটি ব্র্যান্ড নাম
ফেনাডিন-১২০, ফেক্সো-১২০, এলাগ্রা-১৮০, এলানিল, এলারফাস্ট-১২০, এক্সোডিন-১২০, এক্সোফেন-৬০ মিগ্রা ইত্যাদি